ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসব- কথাগুলো প্রকাশ করার জন্য যা প্রয়োজন, সব করতে হবে। দুজন দুজনকে ভালো লাগার কথা বলে ফেলেছেন, একজনের ভালোবাসা ছুঁয়ে গেছে আরেকজনের মন- এরপর প্রথমবারের মত আপনার জীবনে এসেছে ভালোবাসা দিবস। যে দিনটিতে নিজের আবেগ, ভালোবাসার প্রকাশটা ঘটাতে পারেন। ইচ্ছেমতো, সারা দিনে একবার হলেও হাসি ফোটাতে হবে প্রিয় মানুষটির মুখে। তাই কীভাবে মনের মানুষের কাছে নিজের আবেগ তুলে ধরবেন, সেই পরিকল্পনাগুলো শেষ মুহুর্তে আরেকবার ঝালিয়ে নিতে পারেন।
শত হলেও একসঙ্গে প্রথম ভালোবাসা দিবস। বছরের ৩৬৪দিন কী দোষ করল? এই এক দিনেই কি বোঝাতে হবে, আমি তোমায় ভালোবাসি। বছরের প্রতিটি দিনই তো ভালবাসার জন্য। তবে বিশেষ একটি দিন বিশেষভাবে পালন করলে ক্ষতি কী! বরং প্রিয় মানুষটির মনে যত অনুযোগ আছে, আপনার বিরুদ্ধে সেগুলোকে আলতো টোকায় সরিয়ে দেওয়ার জন্য এ দিনটিই মোক্ষম।
তো কী করা যায় ভালোবাসা দিবসে? আসুন জেনে নিই। তালিকার প্রথমেই আসবে উপহারের কথা। উপহার দিতেই হবে, তা নয়। প্রথম ভালোবাসা দিবসে কিছু একটা দেওয়ার বাসনা হতেই পারে। এ ক্ষেত্রে মেয়েদের জন্য ছোট পাথর বসানো রুপার লকেট কিংবা দুল হতে পারে আদর্শ উপহার। ছেলেদের জন্য ওয়ালেট, বেল্ট কিংবা স্যান্ডেল হতে পারে। এছাড়াও হাতে তৈরি ডায়েরি বেশ ভালো উপহার হতে পারে। দুজনার সুন্দর মুহুর্তগুলো সেখানে আটকে রাখা যাবে। এ ছাড়া ছবির ফ্রেম, ব্যাগ, ফতুয়া, শার্ট, সালোয়ার-কামিজ ও শাড়ী উপহার হিসেবে মন ভালো করে দেবে। আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পাঠাতে পারেন বিশেষ এসএমএস অথবা ই-মেইলে মেসেজ।
এ দিনটিতে ঘুরে বেড়ানোর জন্য নিরাপদ স্থান বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু আপনার প্রথম ভালোবাসা দিবস, শুধু দু'জনে মিলেই উদযাপন করুন। অকারণে ঝগড়া না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যেটুকু সময় পাবেন, নিজেদের মতো করে সাজিয়ে নিন। পছন্দ করেন, এমন কোনো জায়গায় খেতে পারেন। প্রিয় মানুষটি কোনো পরিকল্পনা না করলে আপনি করে ফেলুন। শত হলেও আপনার প্রথম ভালোবাস দিবস। সুন্দর কিছু মুহুর্তই স্মরণীয় করে রাখবে দিনটিকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন